সীমান্ত আইন লঙ্ঘন করে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করলো বিএসএফ

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে বৈদ্যুতিক খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল (শুক্রবার) বিকেলে স্থানীয় কৃষকরা চাষাবাদের জমিতে বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্রপাতি দেখতে পান। পরে তারা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জানান।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮২৯-এর ০২ নম্বর উপ-পিলারের নিকট, গাটিয়ারভিটা সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে এসব খুঁটি বসানো হয়। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিএসএফ ৯৮ ব্যাটালিয়নের ফুল ক্যাটাগরি ক্যাম্পের সদস্যরা নির্মাণ শ্রমিকদের দিয়ে এই স্থাপনা তৈরি করেন।
বিজিবির রংপুর ৬১ ব্যাটালিয়নের ধবলসুতি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘কোনো পূর্বসুচনা ছাড়াই বিএসএফ সীমান্তে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে। বিষয়টি আমরা প্রতিবাদ জানিয়েছি এবং যথাযথ কূটনৈতিক পর্যায়ে জানানো হবে।’
বিজিবির পক্ষ থেকে সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিএসএফের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
-সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/RMN