ঝালকাঠির রাজাপুরে দাফনের ছয় মাস পর আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের চেষ্টা, পরিবারের আপত্তি

ঝালকাঠির রাজাপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য দাফনের প্রায় ছয় মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনের উদ্যোগ নেওয়া হলে আপত্তি জানিয়েছে নিহতের পরিবার।
পুলিশ জানায়, ২০২৩ সালের ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন ঝালকাঠির মো. রুবেল তালুকদার। পরদিন ৬ আগস্ট পরিবারের সিদ্ধান্তে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ গ্রামের বাড়ি রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর হাইলাকাঠি এলাকায় দাফন করা হয়।
এ ঘটনায় গত ২০ আগস্ট নিহত রুবেলের চাচাতো ভাই মো. খলিলুর রহমান বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে ঢাকা সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে মরদেহের ময়নাতদন্ত করতে আদালতে আবেদন জানান। আদালতের অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় মরদেহ উত্তোলনের জন্য রুবেলের গ্রামের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা আপত্তি জানান।
নিহতের ছোট বোন লিজা খানম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করতে প্রশাসন আসছিল। কিন্তু আমার ভাইয়ের লাশ কবর থেকে উত্তোলন করতে দেব না। কারণ কবর থেকে মরদেহ উত্তোলন ইসলামবিরোধী। তাছাড়া আমার ভাই একজন শহিদ। কবর থেকে মরদেহ উত্তোলন করলে শহিদের অমর্যাদা হতে পারে।’
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ বলেন, ‘নিহতের পরিবার আপত্তি করায় লাশ উত্তোলন করা হয়নি। এখন বিষয়টি আদালতকে অবহিত করা হবে।’
– মো. মাহিন খান, রাজাপুর
ON/MRF