সুনামগঞ্জে শাল্লা উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীর আলোচনা

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সুনামগঞ্জে বসবাসরত ‘শাল্লা উপজেলা সমিতি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এ মতবিনিময় সভায় শাল্লার বিভিন্ন সামাজিক সমস্যা ও উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা শাল্লার কিছু এলাকায় চুরি, ডাকাতি ও মাদকের প্রসার রোধে বিকল্প জীবিকা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষভাবে চিকাডুবি, কামারগাঁও, বল্লভপুর, নারকিলা ও জাহানপুর গ্রামের মানুষের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা গ্রহণের উপর জোর দেওয়া হয়। এছাড়া চলমান ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়েও আলোচনা হয়।
এসময় অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেন, ‘আমরা এখানকার রাস্তাঘাটে, হাওরের মধ্যে হাঁটাচলা করে বড় হয়েছি। আজ আমরা উন্নতির পথে এগিয়েছি, কিন্তু এখানকার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায় থেকেই এখানে আসা। এককভাবে কিছুই করা সম্ভব নয়, তাই সকলকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করবো। বিশ্বাস ও আস্থার জায়গাটা দৃঢ় হলে উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া সহজ হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা সমিতির উপদেষ্টা রানা রঞ্জন তালুকদার, বাহারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরি, শাল্লা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দীপু রঞ্জন দাস, অ্যাডভোকেট খোরশেদ আলমসহ অনেকে।
– জাকারিয়া আহমদ, শাল্লা
ON/MRF