চাঁদপুরে শিশুশ্রেণির শিক্ষার্থীর অগ্নিদগ্ধে মৃত্যু: ৮ শিক্ষক সাময়িক বরখাস্ত

চাঁদপুরের কচুয়ার ৪১নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির শিক্ষার্থী সামিয়া রহমান (৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ওই বিদ্যালয়ের ৮ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) তদন্ত প্রতিবেদন শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন এই সিদ্ধান্ত নেন।
বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন সহকারী শিক্ষক সাহিদা আক্তার, ফারুক হোসেন, জসিম উদ্দিন, রোকেয়া আক্তার, সুমি আক্তার, কাজী শাকিরীন, ফয়েজুন নেছা ও ফাতেমা আক্তার।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসান শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়ায় এবং সহকারী শিক্ষিকা হাফসা আক্তার শান্তা ছুটিতে থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সকাল ১১টার দিকে বিদ্যালয়ের ময়লার স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনায় সামিয়া রহমান অগ্নিদগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি তিনি মারা যান।
এই মর্মান্তিক ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
-মাসুদ রানা, কচুয়া
ON/RMN