ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: আহত ৩-৪ জন হাসপাতালে

ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এয়ারপোর্ট মোড়ে আজ সকাল ৯:৪৫ মিনিটে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। উজিরপুর থেকে আসা একটি আলফা (নাম্বার: বরিশাল থ১১-১৭৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়, এতে ৩ থেকে ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠিয়েছেন, তবে এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটির সামনে হঠাৎ একটি কুকুর চলে আসলে চালক সেটিকে বাঁচানোর চেষ্টা করেন। এতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
-পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ
ON/RMN