কাপাসিয়ায় ৬ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার মধ্যেপাড়া মসজিদ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড়ের জঙ্গল থেকে আজ সকাল দশটার দিকে বস্তাবন্দি অবস্থায় ছয় বছরের শিশু সাজিদ আহমেদ সাফাতের লাশ উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গতকাল দুপুর আনুমানিক ১টার সময় থেকে নিখোঁজ হওয়ার পর তার মা শান্তা মনি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং ১৩২৩) করেন। নিখোঁজের ১৮ ঘণ্টা পর আজ সকালে শিশুটির নানার বাড়ির পাশে নদীর পাড়ে জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়।
শান্তা মনি অভিযোগ করেন, থানায় সাধারণ ডায়রি করার পরও তাঁর ছেলেকে উদ্ধারের জন্য পুলিশ তাৎক্ষণিক তেমন কোনো তৎপরতা দেখায়নি। তিনি কান্নায় ভেঙে পড়ে জানান, আজ সকাল সাতটার দিকে প্রতিবেশীরা তাঁর বাড়ির পাশে বালুর গদিতে তাঁর ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে।
কাপাসিয়া বাজারের ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান জানান, গতকাল দুপুরে শান্তা মনি তাকে ফোন করে জানান যে সাফাতকে পাওয়া যাচ্ছে না। বাচ্চার মা দুপুরের খাবার খাওয়ার পর সে অন্যান্য বাচ্চাদের সাথে খেলার জন্য বের হয়ে পাশের বাসায় যায়। বাচ্চার নানু গরম পানি দিয়ে গোসল করাবে বলে ডাকাডাকি করেন। কিন্তু রাস্তা এবং কোনো বাড়িতে না পেয়ে ও কোনো সাড়া শব্দ না পেয়ে দ্রুত আমাকে ফোন করেন। আমিও তাড়াতাড়ি ছুটে গিয়ে কোথাও সাফাতকে খুঁজে পেলাম না।
প্রতিবেশী মিন্টু মিয়া জানান, মরদেহের পা থেকে কোমর পর্যন্ত প্লাস্টিকের বস্তায় ভরা ছিল। গলায় প্লাস্টিকের লম্বা রশি বাঁধা ছিল। তিনি বলেন, ‘লাশ দেখে মনে হচ্ছে কে বা কারা শিশুটিকে তুলে নেওয়ার পর হত্যা করে বস্তায় ভরে মরদেহ ফেলে গেছে।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের শনাক্ত করতে পিবিআই এবং পুলিশের একাধিক দল কাজ করছে। আশা করছি খুব দ্রুতই জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তার করতে পারবো।
-সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া, গাজীপুর
ON/RMN