কচুয়ায় বিএনপির জনসভায় হামলা: আ.লীগ নেতা হেলাল উদ্দীনসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের কচুয়ায় বিএনপির জনসভায় হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হেলাল উদ্দীনসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি অ্যাডভোকেট হেলাল উদ্দীন বর্তমানে কারাবন্দি রয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার শাহারপাড় গ্রামের হাবিবুর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলাটি দায়ের করেন (মামলা নম্বর- ১৯)। মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দীন, জেলা পরিষদের সাবেক সদস্য তৌহিদুল ইসলাম খোকা, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েলসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ২০১৮ সালের মার্চ মাসে কচুয়ার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভাকে কেন্দ্র করে প্রচার মাইকে বাধা দেওয়া হয় এবং হামলার ঘটনা ঘটে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ মামলার প্রধান আসামি কারাগারে রয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
-মাসুদ রানা, কচুয়া, চাঁদপুর
ON/RMN