মাদারীপুরে শহীদ বাচ্চু বিদ্যালয়ে ২২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর শহরের কুকরাইল এলাকার শহীদ বাচ্চু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ে ২২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিব উল্লাহ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজনুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ফিরোজ আজম্মেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ বাচ্চু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশ নেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস.এম. আরাফাত হাসান, সাংবাদিক সাগর হোসেন তামিম, সমাজসেবক আঃ জলিল হাওলাদার ও ইসমাইল হোসেন হৃদয়, শিক্ষক রাশেদ কামাল ও প্রশান্ত কুমার বিশ্বাসসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
-ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
ON/RMN