ঝালকাঠির নলছিটিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক যুগের প্রযুক্তিনির্ভর বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসা এই প্রতিযোগিতায় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিভিন্ন বয়সী মানুষের সমাগমে।
দর্শক সুমন সিকদার বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে ঘোড়দৌড় দেখতে এসেছি। এখন নির্মল বিনোদনের সুযোগ কমে গেছে, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আগে ঘোড়দৌড় প্রতিযোগিতা মানুষের মিলনমেলায় পরিণত হতো। আজকের আয়োজনটি ছিল চমৎকার, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে।’
একই অনুভূতি প্রকাশ করেন দর্শক খলিল হাওলাদার। তিনি বলেন, ‘এখানে এসে মানুষের মিলনমেলা দেখে খুব ভালো লাগছে। অনেক শিশুও এসেছে। তাদের জন্য এমন নির্মল বিনোদন খুব প্রয়োজন। আমাদের ছোটবেলায় ঘোড়দৌড় অন্যতম বিনোদন ছিল। এখন এ ধরনের আয়োজন খুব একটা দেখা যায় না। তবে এ আয়োজন আমাকে স্মৃতিচারণায় ফিরিয়ে নিয়েছে।’
ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদেরও সরব উপস্থিতি ছিল। তারা খাবার ও অন্যান্য পণ্য বিক্রি করেন, যা প্রতিযোগিতায় আসা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রতিযোগিতা উপভোগ করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান, জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিকের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা। আয়োজনে উপস্থিত অনেকে একে শুধু বিনোদন নয়, বরং হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার চমৎকার উদ্যোগ হিসেবে দেখছেন।
-ইব্রাহিম খলিল, নলছিটি, ঝালকাঠি
ON/RMN