মাদারীপুরে জমি বিরোধের জেরে মানবপাচারের বদনামের অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম শ্রী নদী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মানবপাচারের বদনাম দিয়ে পোস্টার ছাপিয়ে মানহানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পা খুল্লা এলাকার মিরাজুল মাতুব্বর ও সিরাজুল মাতুব্বর এই ঘটনার সঙ্গে জড়িত।
ভুক্তভোগী আবুল ফকির বলেন, ‘আমার ভাগিনা মিরাজুল মাতুব্বর ও সিরাজুল মাতুব্বরের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে তারা আমাদের মানবপাচারকারী বদনাম দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার ছাপিয়ে আমাদের মান-সম্মান ক্ষুণ্ন করছে। আমরা যদি সত্যিই মানবপাচারকারী হই, তাহলে প্রশাসন আমাদের বিচার করুক। কিন্তু তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে এবং আমাকে কুপিয়ে আহত করেছে। আমি সরকারের কাছে এর সঠিক বিচার চাই।’
তবে এ অভিযোগ অস্বীকার করে মিরাজুল মাতুব্বর ও সিরাজুল মাতুব্বর বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে, দীর্ঘদিন ধরে চলা জমি নিয়ে বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
ON/RMN