ভোক্তা অধিকার সংরক্ষণে বরগুনায় অভিযান, জরিমানা ও পণ্য জব্দ

বরগুনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল মশলা তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে বরগুনা সদরের দুটি মশলা কারখানায় অভিযান চালিয়ে ফটকা মরিচ ও রং মিশিয়ে মশলা তৈরির প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নষ্ট হওয়া মরিচ জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, ‘ভেজাল মশলা তৈরি বন্ধ করাসহ ভোক্তা অধিকার নিশ্চিত করতে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানের সময় কৃষি বিপণন কর্মকর্তা শাহজাহান আলী উপস্থিত ছিলেন।
-সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা
ON/RMN