লক্ষ্মীপুরে স্কুলছাত্রী সামিয়া আক্তার সুইটির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী সামিয়া আক্তার সুইটিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তার সহপাঠী ও স্বজনরা। রোববার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহত স্কুলছাত্রীর বাবা সৌরভ হোসেন, মা তানুর বেগম, ভাই সিয়াম হোসেনসহ স্বজনরা বক্তব্য দেন। এছাড়া ইব্রাহিম মাহমুদ ও নুর উদ্দিনসহ স্থানীয়রা কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, ‘ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কেন এই ঘটনা ঘটেছে, তার রহস্যও উদ্ঘাটন করা হবে।’
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি রাত ৪টার দিকে রামগতি উপজেলার চররমিজ এলাকায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সামিয়ার গায়ে জানালা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অগ্নিদগ্ধ হয় সামিয়া। গুরুতর অবস্থায় তাকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসার পাঁচ দিন পর ১৯ জানুয়ারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এই ঘটনায় ২১ জানুয়ারি রামগতি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন সামিয়ার বাবা সৌরভ হোসেন।
-আব্দুল্লাহ আল ফয়সাল,লক্ষ্মীপুর
ON/RMN