ইকরা ইসলামিক কিন্ডারগার্টেন অ্যান্ড হিফয মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ায় ইকরা ইসলামিক কিন্ডারগার্টেন অ্যান্ড হিফয মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর দুইদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সোনালী ব্যাংক রাজেন্দ্রপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহিদুল ইসলাম (মুহিদ)। রাণীগঞ্জ বাজারের বিশিষ্ট স’মিল ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা হাই কোর্টের আইনজীবী ও কাপাসিয়া উপজেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার রাহাত রহমান টুকু।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল আমিন ফকির, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মো. শিবলু আলম সোহেল, যুগ্ম আহ্বায়ক মো. নাসির, আওয়ার নিউজ২৪ সাংবাদিক সাইদুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম, মো. হেলাল উদ্দিন, যুবদল নেতা ও ব্যবসায়ী মো. ইব্রাহীম, কাপাসিয়া বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস ভূঁইয়া, অফ স্টাডি কোচিং সেন্টারের পরিচালক মো. আল আমিন এবং ঔষধ ব্যবসায়ী মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইকরা মডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. মামুন আহমেদ।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে মোট ২৪টি ইভেন্টে প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
-সাইদুল ইসলাম রনি,,কাপাসিয়া, গাজীপুর
ON/RMN