সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার দুর্ধর্ষ ডাকাত সাকিব

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত মো. সাকিব (২৫) গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের পর সাকিবকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেই সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল আক্রমণ চালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতি, রামদা, ছোরা, চাইনিজ কুড়াল ও বাঁশের টেটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়।
গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশের দল দুর্ধর্ষ ডাকাত সাকিবকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাকিবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী আইনসহ পাঁচটি মামলা রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবি বারী বলেন, ‘ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাকিব নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’
-মোহাম্মদ আলমগীর হোসেন,সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ON/RMN