নির্বাচনে মটর সাইকেল প্রতীকের জয়, ছাতা প্রতীকের পরাজয়

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) নাগেশ্বরী শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২৫ জানুয়ারি নাগেশ্বরী আদর্শ বালিকা বিদ্যালয়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে উপজেলার মাধ্যমিক স্তরের বেসরকারি বিদ্যালয়ের ১,১১৫ জন ভোটারের মধ্যে ১,০৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মটর সাইকেল প্রতীক নিয়ে নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ৫৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নাগেশ্বরী ডি এম একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান পেয়েছেন ৫০৩ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শফিক পেয়েছেন ৩৬৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে বই প্রতীক নিয়ে ইষ্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ঘোড়া প্রতীক নিয়ে ডায়নারপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন পেয়েছেন ৪৩৫ ভোট।
নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। নবনির্বাচিত কমিটির প্রতি সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন, তারা শিক্ষকদের অধিকার রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন।
-জাহিদ খান,কুড়িগ্রাম
ON/RMN