ডোমার-চিলাহাটি সড়কের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

নীলফামারী জেলার ডোমার উপজেলার ডোমার-চিলাহাটি সড়ক সংলগ্ন কাজিরহাট থেকে ঘুনুরাম যাওয়ার ১৪০০ মিটার পাকা রাস্তার নির্মাণকাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ না করায় রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার কার্পেটিংয়ের জন্য ব্যবহৃত পাথরগুলো আকারে বড় এবং নিম্নমানের। পাশাপাশি, ইটের খোয়ার ওপর প্রাইমকোর্ট না দিয়েই কার্পেটিং করা হচ্ছে। এ ছাড়া, কার্পেটিংয়ের পাথর দূরবর্তী স্থান থেকে এনে ব্যবহার করায় তা ঠান্ডা হয়ে যাচ্ছে, যা কাজের গুণগত মানে প্রভাব ফেলছে।
কাজের নিম্নমানের প্রমাণ হিসেবে স্থানীয়রা হাত দিয়ে রাস্তার ঢালাই তুলতে সক্ষম হন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কিছু সময়ের জন্য রাস্তার কাজ বন্ধ করে দেন। তাদের দাবি, ‘প্রাইমকোর্ট ছাড়া কার্পেটিং তুলে ফেলে পুনরায় প্রাইমকোর্ট দিয়ে ভালো মানের পাথর ব্যবহার করে কাজ সম্পন্ন করতে হবে।’
ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি ঘটনাস্থলে এসে জানান, ‘আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি এবং তাদের দাবি অনুযায়ী সমাধানের চেষ্টা করছি।’ তিনি আরও জানান, কাজটি নীলফামারীর মিজানুর নামক একজন ব্যক্তির তত্ত্বাবধানে চলছে। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের নাম নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ডোমার উপজেলা এলজিইডি কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তার ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
-রাকিবুল ইসলাম, ডোমার