লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সুমন খানের সম্পদ ক্রোক

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের স্থাবর সম্পত্তি আদালতের নির্দেশে ক্রোক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জেলা প্রশাসনের একটি টিম সুমন খানের বিভিন্ন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়ে সেখানে সরকারি ব্যানার টাঙিয়ে দেয়।
সাখাওয়াত হোসেন সুমন খান, যিনি ‘হুন্ডি সুমন’ নামেও পরিচিত, মৃত বাচ্চু খানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জমি দখল, হুন্ডি ব্যবসা, চোরাচালান ও টেন্ডারবাজিসহ প্রায় ১০টি মামলা রয়েছে।
গত ৩১ অক্টোবর রাতে লালমনিরহাট সিআইডি’র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার বাদী হয়ে সুমন খান, তার স্ত্রী নাহিদা আক্তার রুমা এবং কর্মচারী তৌকির আহমেদ মাসুমের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা দায়ের করেন।
সিআইডি দাবি করে, সুমন খানের ব্যাংক অ্যাকাউন্টে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকা, তার স্ত্রীর অ্যাকাউন্টে ৪ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকা এবং কর্মচারী তৌকির আহমেদ মাসুমের অ্যাকাউন্টে ১৮৬ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ১২৭ টাকা পাওয়া গেছে।
অর্থ পাচার মামলায় গত ১ ডিসেম্বর লালমনিরহাটের সিনিয়র দায়রা জজ মোহাম্মদ আদীব আলী সুমন খানের ব্যাংক হিসাব (ফ্রিজ) জব্দ এবং স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন। আদালতের নির্দেশে জেলা ম্যাজিস্ট্রেট একটি টিম গঠন করে।
বৃহস্পতিবার টিমটি কালীবাড়ি বাজারের ৪ তলা ভবন, আবাসিক হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান এবং শহীদ মিনার এলাকার আলীসান বাসা ক্রোক করে রাষ্টীয় সম্পদ হিসেবে বুঝে নেয়। এ সময় ভবন ও প্রতিষ্ঠানগুলোতে সরকারি ব্যানার সাঁটানো হয়।
এ ঘটনায় সুমন খানের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
-সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/RMN