নলছিটিতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করলেন ইলেন ভূট্টো

ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তার নির্বাচনী এলাকা কুলকাঠি বাজার ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর আখরপাড়া, ভারানীবাজার, হদুয়া, তেতুলবাড়িয়া বাজার এবং মাধ্যমিক বিদ্যালয়ে তিনি পথসভা করেন।
পথসভায় ইলেন ভূট্টো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনসাধারণের কাছে পৌঁছে দিতে এবং নলছিটির জনসভা সফল করতে আমরা জনসংযোগ করছি। বিএনপির আশ্রয়স্থল জনগণ, তাই আমরা জনগণের কাছেই থেকেছি এবং থাকতে চাই। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার দক্ষিণাঞ্চলে কোনো উন্নয়ন করেনি, করেছে শুধু লুটপাট। এজন্যই জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা এমন কোনো কাজ করব না, যাতে জনগণ আমাদের প্রত্যাখ্যান করে। সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত না করে ঘরে ফিরব না, ইনশাআল্লাহ।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মোঃ আঃ ছালাম হাওলাদার, বিএনপি নেতা জাকির হোসেন খান, মোঃ শহিদুল ইসলাম, মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বাচ্চু, সুবিদপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দিন খান, যুবদল নেতা মোঃ ফাহিদুজ্জামান সোহাগ মুন্সী, জসিম খান, জেড এ ভূট্টো ডিগ্রি কলেজের সদস্য সচিব নাসরুর হাওলাদার হৃদয়, যুগ্ম-আহ্বায়ক মোঃ জসিম মোল্লা প্রমুখ।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
ON/RMN