শেরপুরে অবৈধভাবে ঢাকায় পাচারকালে ৯ হাজার সরকারি বই আটক, এক জন গ্রেপ্তার

শেরপুর সদর থানার পুলিশ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার জানিয়েছে, ২২ জানুয়ারি বুধবার রাতে শেরপুরে একটি ট্রাক থেকে প্রায় ৯ হাজার সরকারি বই আটক করা হয়েছে। এই বইগুলো অবৈধভাবে ঢাকায় পাচারের চেষ্টা চলছিল। পুলিশ অভিযান চালিয়ে ট্রাকটি এবং বইগুলোসহ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মাইদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সরকারি মাধ্যমিক স্তরের পাঠ্যবইগুলো পাচার হচ্ছিল। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ট্রাকভর্তি অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিভাগের সরকারি বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করা হয়।
পুলিশ জানায়, মাইদুল ইসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাসিন্দা। তিনি সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে বইগুলো ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে, কোনো চালান দেওয়া হয়নি। পরবর্তীতে, ট্রাকটি শেরপুরের ধাতিয়াপাড়ায় রাখা হলে পুলিশ তা আটক করে।
এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, ‘সরকারি বিনামূল্যের বই পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার বইসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অনুসন্ধান চলছে।’
-মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
ON/RMN