নোয়াখালীতে চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

নোয়াখালী জেলা শহর মাইজদীতে চতুর্থ শ্রেণিতে পড়া এক মেয়েশিশুকে (১১) ধর্ষণের চেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. শাহজাহান (৬৫)। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার গ্রেপ্তার আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
গতকাল নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, মো. শাহজাহান বিভিন্ন সময় নানা কৌশলের আশ্রয় নিয়ে শিশুটিকে তাঁদের ঘরে ডেকে নিতেন। ১৮ জানুয়ারি বিকেলে বাসার বাইরে খেলার সময় তাকে ডেকে নিয়ে শাহজাহান ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শাহজাহানের স্ত্রী দেখে ফেলায় শিশুটি রক্ষা পায়। পরে সে তার মাকে ঘটনাটি জানায়।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর মা প্রথম আলোকে বলেন, নির্যাতনের কারণে তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তিনি সামাজিকতার ভয়ে এবং শাহজাহানের হুমকির কারণে মেয়েকে হাসপাতালে ভর্তি করতেও সাহস পাননি। পরে গতকাল মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর মেয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গতকাল দুপুরে ঘটনা জানার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে ভিকটিম ও তার পরিবারের সঙ্গে কথা বলেন। শিশুর মায়ের লিখিত অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। আজ নির্যাতনের শিকার শিশুটিকে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে উপস্থাপন করা হয়েছে।
সুত্র: প্রথম আলো
ON/RMN