বুড়িমারী স্থল বন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরের নতুন ট্রাকস্ট্যান্ড এবং পাটগ্রাম কলেজ এলাকায় ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। কয়েকজন ট্রাক চালক জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে তাদের নির্দিষ্ট স্থানগুলোতে ট্রাক থামিয়ে চাঁদা দাবি করা হচ্ছে।
চালকদের মতে, এই চাঁদাবাজি তাদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে এবং এটি অব্যাহত থাকলে পরিবহন খাতে আরও বড় সমস্যার সৃষ্টি হবে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে এলাকার পরিবহন ব্যবস্থা সুষ্ঠুভাবে চলতে পারে।
প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। প্রশাসনের একজন প্রতিনিধি বলেন, ‘সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদাবাজির এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চালকরা জানান, চাঁদাবাজি বন্ধ না হলে তারা আরও সমস্যার সম্মুখীন হবেন।
-সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/RMN