ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন

জাতীয় ক্রীড়া পরিষদ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যের এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে। পদাধিকার বলে জেলা প্রশাসক কমিটির আহ্বায়ক এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ওসমান গনি (ক্রীড়া অনুরাগী), মানিক রায় (কোচ), মো. মামুন (রেফারি), দিবস তালুকদার (ক্রীড়া সাংবাদিক) এবং আরিফুর রহমান (ছাত্র প্রতিনিধি)।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত স্মারক নম্বর ৩৪,০৩,০০০০,০০৮,০৫,০২৮,২৮-১৬০ এর মাধ্যমে এই কমিটির অনুমোদনপত্র ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে ঝালকাঠি জেলার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।’
গত ১৯ জানুয়ারি তারিখে এই অনুমোদন প্রদান করা হয়। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব বরাবর অনুমোদনপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
ON/RMN