মঠবাড়িয়ায় ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মঙ্গলবার (৭ জানুয়ারি) পৌর শহরের দুটি গুদাম থেকে ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং সংশোধিত আইন, ২০১০-এর আওতায় এ দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।’
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী বলেন, ‘এর আগেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। তবু তারা অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।’
-মো. মেহেদী হাসান, পিরোজপুর
ON/SMA