কচুয়ায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মেহেদী হাসান উপজেলার করইশ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ভিকটিমের আত্মীয় সেলিনা বেগম বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন, মামলা নং- ১৩, তারিখ: ২০.০১.২০২৫।
বাদীর এজাহারে উল্লেখ করা হয়, কিছু দিন ধরে মেহেদী হাসান ভিকটিমকে উত্যক্ত করে আসছিল। সোমবার, সেলিনা বেগম ভিকটিমকে তার আত্মীয়ের বাড়িতে পাঠালে অভিযুক্ত যুবক মেহেদী হাসান পূর্বেই সেখানে উপস্থিত ছিল। পরে সে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় তুলে পাশের শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলায় একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম জানান, ‘অপহরণ ও ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে আটক করা হয়েছে।’
-মো: মাসুদ রানা,কচুয়া
-ON/SMA