শেরপুরের বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আসাদুজ্জামান

শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ১নং প্যানেল চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অপু। ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এই উপলক্ষে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা।
বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অপু, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও শফিকুল সরকার, সদস্য সচিব হাফিজুর রহমান, এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মজনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফখরুল হাসান।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য-সদস্যাগণ, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আসাদুজ্জামান অপু ইউপি সদস্য নির্বাচিত হন এবং পরিষদের ৮ জন সদস্যের ভোটে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল ছাত্র হত্যা মামলার আসামি হওয়ায় পলাতক থাকায় সরকারি বিধি মোতাবেক প্রশাসন তাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে।
-মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
ON/RMN