সোনাইমুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে প্যারেন্টিং সেমিনার ও সমাবেশ সম্পন্ন

নোয়াখালীর ঐতিহ্যবাহী সোনাইমুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড ক্বারী রমজান আলি মাদ্রাসায় গতকাল (২০ জানুয়ারি) প্যারেন্টিং সেমিনার ও ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী জিয়াউল হক। তিনি প্যারেন্টিং ও মোটিভেশান বিষয়ে গভীর ও বুদ্ধিবৃত্তিক আলোচনা করেন। তার বক্তব্যে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাষ্টার আবুল হাসেমসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পৃথক চারটি সেশনে আলোচনা ও মতবিনিময় করা হয়।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করা হয়।
-মোঃ আকবর হৃদয়, নোয়াখালী
ON/RMN