নোবিপ্রবিতে আবাসিক হল ও অডিটোরিয়ামের নাম পরিবর্তন চেয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিনটি আবাসিক হল এবং একটি অডিটোরিয়ামের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার (২০ জানুয়ারি) শিক্ষার্থীরা এ বিষয়ে উপাচার্য মহোদয়ের নিকট একটি স্মারকলিপি জমা দেন।
শিক্ষার্থীরা যে হল ও অডিটোরিয়ামের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন, সেগুলো হলো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, আবদুল মালেক উকিল হল এবং হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম।
শিক্ষার্থীরা তাদের স্মারকলিপিতে উল্লেখ করেন, নাম পরিবর্তনের মাধ্যমে হলগুলো ও অডিটোরিয়ামের পরিচিতি এবং প্রাসঙ্গিকতা আরও বাড়ানো সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় বিবেচনা করা হবে বলে জানান।
-মোঃআকবর হৃদয়, নোয়াখালী
ON/RMN