শরীয়তপুরে তিন দিনব্যাপী প্রকাশনা উৎসব উদযাপন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শরীয়তপুর শিল্পকলা মাঠে তিন দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫ উদযাপিত হয়েছে। উৎসবটি ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
উৎসবে দাওয়াতী বই, ইতিহাস ও ঐতিহ্য, বিজ্ঞান সামগ্রীসহ বিভিন্ন ধরনের ইসলামি বইয়ের মেলা আয়োজন করা হয়। আয়োজকদের মতে, এসব বই একজন মুমিন হতে সাহায্য করবে। এছাড়া দাওয়াতী উপকরণ, সামর্থক গ্যালারী, কর্মী গ্যালারী, সাথী গ্যালারী এবং সদস্যা গ্যালারীও প্রদর্শিত হয়।
ইসলামী ছাত্রশিবির তাদের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করে একটি ব্যানারের মাধ্যমে। তাদের লক্ষ্য সম্পর্কে বলা হয়, ‘আল্লাহ প্রদত্ত রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণবিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।’ এ উপলক্ষে তারা পাঁচ দফা কর্মসূচি উপস্থাপন করেন, যা হলো দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ, ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা সমাধান এবং ইসলামী সমাজ বিনির্মাণ।
দাওয়াত পত্রে খারাপ কাজ থেকে সরে এসে ভালো কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মুসলিমদের রক্তক্ষয়ী নিধন অভিযান এবং ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
উৎসবটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বই দেখেছেন, বই কিনেছেন এবং ইসলামী ছাত্রশিবিরের ব্যানারের সাথে ছবি তুলেছেন।
-মোঃ সিয়াম তালুকদার,শরীয়তপুর
ON/RMN