সুধারাম থানার অভিযানে অস্ত্রসহ যুবলীগ সদস্য আটক

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তল ও ম্যাগাজিনসহ নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের সদস্য প্রান্ত নাথ রাহুলকে (৩৯) গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
সুধারাম থানার এসআই (নিরস্ত্র) স্পেসল্যাব চৌধূরী প্রমোজ, এসআই (নিরস্ত্র) সুধন চন্দ্র দাস এবং এসআই (নিরস্ত্র) লন্ডন চৌধূরীর নেতৃত্বে পুলিশ ফোর্স গতকাল নোয়াখালী পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার ‘অপরাজিতা’ ভবনের ৩য় তলায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় প্রান্ত নাথ রাহুলের কাছ থেকে একটি ইউএসএ-তৈরি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত প্রান্ত নাথ রাহুল মৃত সুকুমার নাথ ও অঞ্জলী নাথের পুত্র এবং নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী প্রান্ত নাথ রাহুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
-আকবর হৃদয়, নোয়াখালী
ON/RMN