মাদারীপুরে পুলিশের দুই এএসআই’য়ের মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য ভাইরাল

মাদারীপুরের রাজৈর থানার দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর অশ্লীল নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তারা মদ্যপ অবস্থায় নারীদের নিয়ে টিনশেড ঘরে নাচ-গান করছেন। এ ঘটনায় তাদের ক্লোজড করা হয়েছে এবং বিভাগীয় মামলা করার নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার।
ভিডিওতে আরও দেখা যায়, রাজৈর উপজেলা যুবলীগ নেতা রাহাত হোসেনসহ কয়েকজন যুবলীগ নেতা ওই আসরে অংশ নেন। এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান বলেন, ‘পুলিশ বাহিনী শৃঙ্খলা মেনে কাজ করেন। কোনো অবস্থায়ই আইনের বাইরে কিছু করার সুযোগ নেই। অভিযুক্তদের বিষয়ে তাৎক্ষণিক পুলিশ সুপারকে জানানো হয়েছে এবং তিনি ব্যবস্থা নিয়েছেন।’
অভিযুক্ত এএসআই স্বপন অধিকারী বলেন, ‘আমি বিনদাস মানুষ, মাঝে মাঝে আমোদ-ফুর্তি করি। তবে এটা যদি অন্যায় হয়, তাহলে আমি দোষী।’ অন্যদিকে, হাদিবুর রহমান বলেন, ‘জন্মদিন উপলক্ষে বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ করেছি। তবে এরকম কাজ আর কখনো করব না।’
মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান এ বিষয়ে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্তদের ক্লোজড করা হয়েছে এবং বিভাগীয় মামলা করা হবে।’
তবে যুবলীগ নেতা রাহাত হোসেন পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
-ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
ON/RMN