খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কায়সার রেজার বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিশ্বনাথ বাইন গত ৬ জানুয়ারি ২০২৫ তারিখে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
বিশ্বনাথ বাইন, খুলনার হাতিয়ারডাঙ্গা গ্রামের পুলিন চন্দ্র বাইনের পুত্র, অভিযোগে উল্লেখ করেন যে, তিনি তার অটো রাইস মিলের জন্য তিন ফেজ সংযোগের আবেদন করেন। ২০২৪ সালের ১৫ জুলাই তারিখে আবেদন মঞ্জুর হওয়ার পর, ডিমান্ড নোট প্রাপ্তির ভিত্তিতে ৩৮,৪০০ টাকা জমা দেন। কিন্তু সংযোগ প্রাপ্তির প্রক্রিয়ায় ডিজিএম কায়সার রেজা তাকে বারবার হয়রানি করেন এবং একপর্যায়ে ২০,০০০ টাকা ঘুষ দাবি করেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ১০,০০০ টাকা পরিশোধ করার পরেও তাকে বারবার তদন্তের মুখোমুখি হতে হয়। তদন্ত কর্মকর্তারা তাকে সাদা কাগজে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করার চেষ্টা করেন। তিনি আরও বলেন, ‘ডিজিএম আমাকে সংযোগ পেতে ঘুষ দিতে বাধ্য করেছেন। তদন্তকারী কর্মকর্তারা আমার কাছে সঠিক তথ্য নিতে এসে হুমকি দিয়েছেন।’
এ বিষয়ে ডিজিএম কায়সার রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে থাকার কথা জানিয়ে পরে আর ফোন রিসিভ করেননি।
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না।’
ভুক্তভোগী গ্রাহক দাবি করেছেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সমাধান করা হোক।
-অপু দাশ অংকুর,খুলনা
ON/RMN