জুলাই বিপ্লবের দাবি আদায়ে জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ কর্মসূচি

চাঁদপুরের কচুয়ায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পালাখাল বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
জাতীয় নাগরিক কমিটির কচুয়া শাখার প্রধান সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করে বাস্তবায়ন করতে হবে। নিহত শহীদ পরিবারের কর্মসংস্থান এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাই। ইতোমধ্যে ছাত্র-জনতার পক্ষ থেকে সরকারকে ঘোষণাপত্র জনগণের সামনে তুলে ধরার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্রটি প্রকাশ করার জন্য জোরালো দাবি জানাচ্ছি।’
একই দিনে কচুয়া বাজার, সাচার এবং পালাখাল বাজার এলাকায় জাতীয় নাগরিক কমিটির কচুয়া শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক কমিটির কচুয়া শাখার প্রধান সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আহসান হাবীব, তানভীর ফারাবি, তারেক রহমান, তৌসিফ মজুমদার এবং আবু ছিদ্দিকসহ আরও অনেকে।
-মো: মাসুদ রানা,কচুয়া
ON/RMN