গাইবান্ধায় নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ কর্মসূচি

গাইবান্ধার সাদুল্লাপুরে নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
শুক্রবার ১০ জানুয়ারি গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আলোচনায় বক্তারা ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা উল্লেখ করেন। তারা এই ঐতিহাসিক ঘটনাকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের অবসান এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনঃপ্রতিষ্ঠা হিসেবে বর্ণনা করেন।
ঘোষণাপত্রের মূল দাবিসমূহ:
১. জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসা।
২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের স্বীকৃতি।
৩. অভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা।
৪. ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনের ধারাবাহিকতা স্পষ্ট করা।
৫. ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন।
৬. বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি।
৭. বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো বিলোপ ও গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা।
বক্তারা বলেন, ‘গত ১৫ বছর ধরে জনগণ ফ্যাসিবাদী শাসন এবং একদলীয় দমনপীড়নের শিকার। জনগণের ভোটাধিকার হরণ, গুম, খুন এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। কিন্তু ২০২৪ সালের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন এই শাসনের অবসান ঘটিয়েছে।’
বক্তারা আরও বলেন, এই ঘোষণাপত্র হবে অন্তর্বর্তী সরকারের বৈধতার ভিত্তি এবং পরবর্তী সংবিধানের মূলভিত্তি। জনগণের ঐক্য ও সংগ্রামকে আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তারা বলেন, এই আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে।
সংগ্রামী ছাত্র-জনতা এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জনগণের প্রতি শুভেচ্ছা জানানো হয়।
-মোঃ মাসুম পারভেজ
-ON/SMA