ভূঞাপুর ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা উদযাপন

টাঙ্গাইলের ভূঞাপুরে অলাভজনক, সেবামূলক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভূঞাপুর ব্লাড ব্যাংক’-এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার বাগবাড়ী আউটডোর রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ বাপ্পী হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান জারিন তাসনিম রুশমা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম, ফলদা শরিফুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হাসান কফিল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী শাহীন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, নিউ লাইফ ব্লাড ব্যাংকের সভাপতি ও সাংবাদিক মামুন সরকার এবং সাধারণ সম্পাদক ও সাংবাদিক কোরবান আলী তালুকদার।
অনুষ্ঠানে গত বছর সর্বোচ্চ রক্তদানকারী সদস্যদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। ভূঞাপুর ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক ফেরদৌস মোল্লা প্লাবন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সভাপতি মোঃ বাপ্পী হোসাইন বলেন, ‘রক্তদান একটি মহৎ কাজ। এটি মানুষের জীবন রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভূঞাপুর ব্লাড ব্যাংক মানুষের জন্য এই সেবা অব্যাহত রাখবে।’
এই আয়োজনে মানবতার সেবায় ভূঞাপুর, প্রতিভা ছাত্র সংগঠন, কালিহাতী ব্লাড ফাউন্ডেশন এবং রক্তের বাঁধন ঘাটাইলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
-সাজেদুল ইসলাম, ভূঞাপুর
-ON/SMA