বরিশালে ১৫ জন পুলিশ সদস্য কে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান

০৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ, সকাল ১০:৩০ টায়, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা (জানুয়ারি-২০২৫) অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সভাপতি মহোদয় বিগত মাসের আবেদনগুলো পর্যালোচনা করে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করেন। তিনি জানুয়ারী মাসে পুলিশের সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক আবেদনসমূহের ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিনের বিষয়ে সকলের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি ডিসিপ্লিন মেনে চলার নির্দেশনা দেন।
সভায় ১৫ জন পুলিশ সদস্যকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া, বিএমপি’র পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) এসপি (পদোন্নতি প্রাপ্ত) জনাব রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
-পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ,বরিশাল
ON/RMN