সুনামগঞ্জে অ্যাডভোকেট’স প্রিমিয়ার লিগ ২০২৪-২৫ উদ্বোধন

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অ্যাডভোকেট’স প্রিমিয়ার লিগ (এপিএল) ২০২৪-২৫ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠান ৭ জানুয়ারি, মঙ্গলবার, বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এদিনের অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (শেফু) সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শেরেনূর আলী সঞ্চালনা করেন। সমাজকল্যাণ ও ক্রিয়া সম্পাদক অ্যাডভোকেট মো. গোলাম আরিফের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়ত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ্দিন কবির, সুনামগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীবনকৃষ্ণ মোদক, সাবেক পিপি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ূন মঞ্জুর চৌধুরী।
প্রধান অতিথি মো. হেমায়ত উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘এরকম একটি সুন্দর আয়োজনের সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। খুবই সুন্দর একটি আয়োজন। এই খেলাধুলার মাধ্যমে আমরা সতেজ হতে পারি। আর আমরা যে সমস্ত কাজকর্ম সাধারণত করি, খুবই ভারি একটি কাজ, চিন্তাশীল একটি কাজ। এখান থেকে কিছুটা রিলিজ পাওয়ার জন্য, স্ট্রেস কমানোর জন্য খেলাধুলা একটি চমৎকার মাধ্যম। আমি সুনামগঞ্জ আইনজীবী সমিতির যে আয়োজন করছে এজন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সুন্দর একটা আয়োজন হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে। সবাই এনজয় করব। আর টানটান উত্তেজনা হবে, কিন্তু সবাই আবার গলা-গোলি ধরে বাসায় যাব। এরকম করে আমরা আমাদের টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করব। এ আশাবাদ আমি ব্যক্ত করছি। এই টুর্নামেন্টের সর্বাঙ্গ মঙ্গল কামনা করে আজকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি।’
উল্লেখ্য, এদিন উদ্বোধনী ম্যাচে ঠিম সুরমা ও ঠিম টাঙ্গুয়া অংশগ্রহণ করে।
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/RMN