মৌলভীবাজারে ছাত্রশিবিরের নতুন সভাপতি-সেক্রেটারির নির্বাচন

মৌলভীবাজার শহরে আজ, ৭ জানুয়ারী (বুধবার), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা সদস্য ও সাথী সমাবেশের আয়োজন করেছে। উক্ত সমাবেশে উপস্থিত সদস্য ও সাথীদের ভোটে ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন তারেক আজিজ এবং সেক্রেটারী মনোনীত হয়েছেন কাজী দাইয়ান আহমদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, তৌহিদুল হক মিছবাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক, শরিফ মাহমুদ, সাবেক সভাপতি সিলেট মহানগর, জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, আলম হোসেন, সাবেক সভাপতি মৌলভীবাজার জেলা, নিজাম উদ্দিন, সভাপতি মৌলভীবাজার জেলা এবং হুসাইন আহমেদ, সভাপতি হবিগঞ্জ জেলা। এছাড়া, উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান অনেক নেতৃবৃন্দ।
সমাবেশটি ছিল একটি গুরুত্বপূর্ন মুহূর্ত, যেখানে ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয়েছে।
-কামরান আলম, মৌলভীবাজার
ON/RMN