রাজাপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ

রাজাপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতার বিরুদ্ধে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব মো. নাজমুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি, সদস্য সচিব মো. রফিক মৃধা প্রমুখ।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পনির, তরিকুল ইসলাম তরুণ, আবু সায়েম আকনসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
ON/RMN