ডিএন বাংলার ৪র্থ বর্ষপূর্তি উদযাপন: ৫ম বছরে পদার্পণ

ঢাকার দোহারে অনলাইন নিউজ পোর্টাল ডিএনবাংলা’র ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলার জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল’ এই স্লোগানে ৫ম বছরে পদার্পণ করল ডিএনবাংলা।
অনুষ্ঠানে ডিএন বাংলার সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন, ভবিষ্যতে এই পোর্টালটি স্বাধীনভাবে দেশ ও মানুষের পক্ষে কথা বলবে। দোহার-নবাবগঞ্জের সাংবাদিকরা এ সময় গণমাধ্যমের কার্যক্রম এবং করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সাংবাদিকরা বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের সকল অসঙ্গতি তুলে ধরা সম্ভব হবে। গণমাধ্যমের কাজ হবে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখা।’
ডিএন বাংলার প্রকাশক ও সম্পাদক মো. সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি আজহারুল হক, ঢাকা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, দোহার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কামরুল হাসান, কলমলেখক ও বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, দৈনিক সমকালের দোহার প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু, চ্যানেল এস এর প্রতিনিধি ও সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সময়ের আলোর প্রতিনিধি বিপ্লব ঘোষ, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সুজন খান, বাংলা টিভির প্রতিনিধি আব্দুর রব বাবু, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি তানজিম ইসলাম, দোহার প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক মো. সুজন হোসেন, সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, আজকের দর্পণের প্রতিনিধি নাজনিন শিকদার এবং এশিয়া বার্তার হেড অফ মার্কেটিং দুলাল মাহমুদ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণমাধ্যমের মাধ্যমে দেশের অসঙ্গতি দূরীকরণ এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করার প্রতি জোর দেন।
-মোঃ সুমন, নবাবগঞ্জ
-ON/SMA