সুনামগঞ্জে গণ অধিকার পরিষদের গণ যোগদান কর্মসূচি

গণ অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলায় গণ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার এলাকায় এই কর্মসূচি আয়োজিত হয়, যেখানে নতুন সদস্যরা সংগঠনে যোগদান করেন।
কর্মসূচিতে সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ স্বাধীন, সাবেক সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজু মিয়া, সদর উপজেলা আহবায়ক মুসাহিদ মিল্টন, যুগ্ম আহবায়ক ফরহাদ মিয়া, শান্তিগঞ্জ উপজেলা আহবায়ক সাদিক আহমেদসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, দিরাই উপজেলায়ও গণ যোগদান কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচির শেষে সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের নেতারা বলেন, ‘আমরা আশা করি, এই কর্মসূচির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আরও কার্যকর ভূমিকা পালন করবে।’
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/RMN