রংপুরে অস্ত্র, গাঁজা ও সরকারি ওষুধসহ গ্রেফতার ১

রংপুর মহানগরীর মেডিকেল পূর্ব গেট এলাকার একটি বাড়ি থেকে একটি এয়ারগান, ২৫ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ সরকারি সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে আল আমিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া বারোটার দিকে রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট সংলগ্ন আল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি এয়ারগান, ২৫ গ্রাম গাঁজা, ৮০০ বান্ড গ্লোবস, ১০০০ সার্জিক্যাল গ্লোভস, ১০০টি কেনুলা, ৩২০টি বাটারফ্লাই সেট, ৮০টি জিটোন ও ৩০০টি সিরিঞ্জসহ বিভিন্ন সরকারি চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের স্বীকারোক্তি:
আল আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা সেবন ও বিক্রির কথা স্বীকার করেছেন। যৌথ বাহিনী জানিয়েছে, তাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইন প্রয়োগকারী সংস্থার বক্তব্য:
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানের পর আল আমিনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ ঘটনায় রংপুরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
-মোঃ মাসুম পারভেজ
ON/SMA