কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন হাফেজ জাহিদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফেজ জাহিদ হাসান (৩০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহিদ হাসান সকালে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল বগুড়ায় যাচ্ছিলেন। পশ্চিম চৌমাথা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে মাথা ও মুখ থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে পশ্চিম চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। ভিকটিমের পরিচয় পাওয়া গেছে, এবং লাশ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।’
-জোবাইদুর রহমান (সাগর), গোবিন্দগঞ্জ গাইবান্ধা
ON/SMA