কচুয়ার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় বৃহস্পতিবার বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। বই পেয়ে খুশি শিক্ষার্থীরা নতুন বছরের প্রথমে পাওয়া এই নতুন বই নিয়ে আনন্দ উল্লাসিত হয়েছে। মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, বছরের প্রথমে বই পেয়ে আমরা আনন্দিত। এজন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
মাদ্রাসার উপাধ্যক্ষ মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে ও আরবী প্রভাষক নেয়ামত উল্যাহর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্যাহ, মঈনুল হাসান, সহকারী মৌলভী আব্দুল কুদ্দুস খান সহ আরো অনেকে। এসময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-মাসুদ রানা,কচুয়া
ON/RMN