ট্রান্সফরমার চুরিতে চোরের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (উত্তরপাড়া) এলাকায় রাইচ মিলের ট্রান্সফরমার চুরির প্রচেষ্টায় একজন অজ্ঞাত চোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বৃহস্পতিবার, ২ জানুয়ারির সকালে পুলিশ ঘটনাস্থল থেকে চোরের মৃতদেহ ও একটি ট্রান্সফরমার উদ্ধার করেছে।
রাইচ মিলের মালিক ইব্রাহীম ব্যাপারী জানান, তাঁর মিলের বৈদ্যুতিক খুঁটিতে মোট তিনটি ট্রান্সফরমার ছিল। বুধবার, ১ জানুয়ারির রাতে সাড়ে ৩টার দিকে একটি সংঘবদ্ধ চোরের দল দুইটি ট্রান্সফরমার খুলে নিয়েছিল। এই সময় একটি ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায় এবং আরেকটি মাটিতে ফেলে রেখে যায়। চুরির প্রচেষ্টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন চোর ঘটনাস্থলেই প্রাণ হারায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম ব্যাপারী প্রায় এক দশক ধরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে রাইচ মিল পরিচালনা করছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং চোর দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে।
-মোঃ মাসুম পারভেজ,সাদুল্লাপুর, গাইবান্ধা
ON/RMN