সোনাপুরে ছিন্নমূল শীতার্তদের পাশে ইসলামী ছাত্রশিবির

নোয়াখালীর সোনাপুর রেলস্টেশনে সম্প্রতি ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাপুর থানা শাখা। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে নেওয়া এই উদ্যোগে ছিন্নমূল ও অসহায়রা শীতবস্ত্র পেয়ে উপকৃত হন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাপুর থানা শাখার সদস্যরা জানান, শীত মৌসুমে দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
-মোহাম্মদ আকবর হৃদয়, নোয়াখালী
ON/RMN