ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্ম উপদেষ্টার

আমাদের মেয়াদ কম, তাই এই মুহূর্তে সবার উচিত ঐক্যবদ্ধ থাকা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেন, ‘আমাদের মেয়াদ কম, তাই এই মুহূর্তে আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ থাকা। অন্যথায় যেকোনো সময় অসাম্প্রদায়িক শক্তি একত্রিত হয়ে জুলাই বিপ্লবের সকল অর্জন নস্যাৎ করে দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা নিরসন, অর্থনীতিকে সমৃদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের পর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নেব। দায়িত্ব গ্রহণের পর আমরা একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। প্রতি মাসে নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে—কখনো মাজারে পাথর মারে, কখনো সড়কে বিক্ষোভ করে, কখনো সচিবালয়ে অগ্নিসংযোগ, কখনো আনসারদের বিদ্রোহ করে একের পর এক চ্যালেঞ্জ।’
পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড পব গভর্ণসের গভর্ণর আলহাজ্ মাওলানা শাহ্ মো. নেছারুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। মাদ্রাসার উপাধ্যক্ষ (মহিলা বিভাগ) মাওলানা শাহ্ মো. নিজামুল হক, টেংরাখালী দরবার শরীফের পরিচালক মাওলানা শাহ্ মো. নেয়ামুল হকসহ শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
-মাহমুদ হাসান রায়হান ,পটুয়াখালী
ON/RMN