কচুয়ায় পাগলা কুকুরের আক্রমণে আহত ৪

চাঁদপুরের কচুয়া উপজেলায় পাগলা কুকুরের আক্রমণে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। রবিবারসহ গত কয়েক দিন ধরে উপজেলার পালাখাল গ্রামের বিশ্বনাথ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন বৃন্দা রানী সাহা (৭০), ভাষান সাহা (৫৫), আরতী রানী সাহা (৫০) এবং জামাল হোসেন (৫০)। তারা স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিনসহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কয়েক দিন ধরে একটি কুকুর ওই বাড়িতে ছোটাছুটি করছিল। হঠাৎ কুকুরটি বাড়ির বাসিন্দাদের আক্রমণ করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করে।
আহত আরতী রানী সাহা বলেন, ‘কুকুরটি কয়েক দিন ধরে আমাদের বাড়িতে বাচ্চাসহ ছিল। হঠাৎ করে যাকে সামনে পাচ্ছে, তাকেই কামড়ে দিচ্ছে। এতে আমরা গুরুতর আহত হয়েছি।’
জামাল হোসেন জানান, ‘পালাখাল দক্ষিণ পাড়া থেকে বাজারে যাওয়ার সময় কুকুরটি পিছন থেকে আক্রমণ করে। এতে আমি গুরুতর আহত হই এবং স্থানীয় ক্লিনিকে ভ্যাকসিন নেই। কুকুরের কারণে আমরা আতঙ্কে আছি।’
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাওকাত হোসেন সুমন বলেন, ‘প্রতিবছর কুকুরদের ভ্যাকসিন দেওয়া হলেও চলতি বছরে এখনো ভ্যাকসিন দেওয়া হয়নি। এসব জলাতঙ্ক কুকুর থেকে সাবধান থাকতে হবে। বরাদ্দ পেলে উপজেলায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে।’
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোহেল রানা বলেন, ‘কুকুরে কামড় দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে এবং ভ্যাকসিন দিতে হবে। আক্রান্ত স্থানে সাবান দিয়ে ভালোভাবে ধৌত করতে হবে। কুকুরের আক্রমণ থেকে বাঁচতে আমাদের সতর্ক থাকতে হবে।’
-মো: মাসুদ রানা
ON/SMA