নতুন প্রজন্মের হাত ধরে ঝালকাঠিতে শুরু হলো তারুণ্যের উৎসব

ঝালকাঠি: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঝালকাঠিতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক আশরাফুর রহমানের নেতৃত্বে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমীর সামনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার এবং ছাত্র প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ।
জেলা প্রশাসক আশরাফুর রহমান তার বক্তব্যে বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর বাংলাদেশ। বর্তমান তরুণরা কখনও ব্যর্থ হবে না।’
উৎসবের অংশ হিসেবে ঝালকাঠিতে ৫২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, যুব সমাবেশ, কর্মশালা, স্কুল-কলেজে বিতর্ক প্রতিযোগিতা, প্রতিভা অন্বেষণ কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, রক্তদান কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান।
-মো. নাঈম হাসান ঈমন
ON/SMA