অবশেষে পটুয়াখালী আসছেন মিজানুর রহমান আজহারী

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেশের জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী আসছেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১১ ডিসেম্বর মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবের ঝড় উঠেছিলো।
চেয়ারম্যান নাহিয়ান বলেন, ‘শায়েখ মিজানুর রহমান আজহারী এবার দেশে মাত্র ৮টি প্রোগ্রাম করার কথা বলেছেন। আমরা অনেক আনন্দিত কারণ তিনি এই আটটি প্রোগ্রামের মধ্যে পটুয়াখালীতেও একটি প্রোগ্রাম রেখেছেন।’ ইতিমধ্যে জনাবের পিএস প্রফেসর মোশাররফ হোসেন স্যার পটুয়াখালীতে এসে জায়গা পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালী জেলায় এই প্রথম তিনি আগমন করবেন। তার আগমনকে ঘিরে পটুয়াখালী জেলায় নেটিজেনদের মধ্যে খুশির প্রকাশ হচ্ছে।
-মাহমুদ হাসান রায়হান ,পটুয়াখালী
ON/RMN