রাজবাড়ীতে মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন ও দোয়া মাহফিল

রাজবাড়ীর পাংশায় মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন ও দোয়া মাহফিল রবিবার ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক, লায়ন ডাঃ মোঃ রেজাউল করিম জোয়াদ্দারের সভাপতিত্বে কুরআন তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী মোঃ উসমান গনি আল-আজহারী। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক হাঃ মাওঃ মুফতি মাহমুদ হাসান ফায়েক, রাজবাড়ী ভান্ডারিয়া দরবার শরীফের পীর সাহেব আলঃ মাওঃ আবুল এরশাদ সিরাজুমমনির, গোয়ালন্দ নিজামিয়া মাদ্রাসার মুহ্তামিম মাওলানা আমিনুল ইসলাম কাসেমী সাহেব, রাজবাড়ীর ক্বেরাতুল কুরআন মাদ্রাসার মুহ্তামিম ক্বারী মাওঃ আবু ইউসুফ সাহেব, রাজবাড়ীর ভাজনচালা দারুলউলুম মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওঃ ইলিয়াস মোল্লা, পাংশা শাহ্ জুঁই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওঃ আবু মুসা আশয়ারী, ফরিদপুর মারকাজুত নূর ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ বেলাল মাদানী ইত্যাদি উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওঃ মোঃ আব্দুল্লাহ।
-আল আমিন হোসেন ,পাংশা ,রাজবাড়ী
ON/RMN